অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। বছরের শুরুতেই দেশে করোনার টিকাকরণের জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছে সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অনুমতি মেলার পর এবার দেশে এই দুই করোনা টিকার টিকাকরণ শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা বলা চলে।
কবে থেকে শুরু হতে চলেছে দেশে করোনা টিকাকরণ? মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, আগামী ১৩ জানুয়ারি থেকে দেশে এই টিকাকরণ অভিযান শুরু হয়ে যেতে পারে।
তার কথায়, ‘করোনার টিকারণের যে মহড়া দেশজুড়ে চলেছে, তা থেকে বলা যায় ড্রাগ কন্ট্রোলের অনুমতি মেলার ১০ দিনের মধ্যে টিকাকরণ শুরু হয়ে যেতে পারে।’ উল্লেখ্য, গত ৩ তারিখ ডিসিজিআই এর ছাড়পত্র পেয়েছিল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন।