বাকি দুই স্টেন্ট কবে? সৌরভকে দেখে আজই সিদ্ধান্ত দেবী শেঠির

অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। তাঁর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে আসছেন চিকিৎসক দেবী শেঠি। বেঙ্গালুরু থেকে ইতিমধ্যেই চার্টার্ড ফ্লাইটে কলকাতায় এসে পৌঁছেছেন তিনি।

জানা গিয়েছে, হাসপাতালে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলবেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। তাঁর পরামর্শ অনুযায়ী বাকি দু’টি অ্যাঞ্জিয়োপ্লাস্টির দিন ঠিক হবে। এরপরই, আজ না কাল কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত, বুধবার ছুটি পাওয়ার দু’সপ্তাহের মধ্যে ফের হাসপাতালে ভর্তি করে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

প্রসঙ্গত, সৌরভের চিকিৎসার ধরন এখন কী হতে পারে, তা নিয়ে আলোচনা করতে সোমবার বাইরের কয়েক জন হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে বসে হাসপাতালের তৈরি করা ৯ জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। বৈঠকে জুম মারফত যোগ দেন দেবী শেঠি এবং বিশিষ্ট হার্ট সার্জন রমাকান্ত পান্ডা। রমাকান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিকিত্‍সা করেছিলেন। ফোনে সবিস্তার আলোচনা করা হয় ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট স্যামুয়েল ম্যাথুর সঙ্গে।

সৌরভের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক বলেন, “দেশ ও বিদেশের হৃদ্‌রোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সৌরভের অন্য দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টিই করতে হবে, বাইপাস নয়। তবে সেটা কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?