অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস নিমিৎজ’কে ঘরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছে। খবর ভয়েস অব আমেরিকা।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার রবিবার লিখিত বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকির কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা গত সপ্তাহে বলেছিলেন, ১০ মাস নিজের কাজ শেষে নিমিৎজ ঘরে ফিরে আসবে। কিন্তু ক্রিস্টোফার মিলার বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের আওতায় জাহাজটি এখন পারস্য উপসাগরীয় এলাকায় অবস্থান করবে।
রবিবার ছিল ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাশেম সুলেইমানির মৃত্যুর এক বছর পূর্তি। এ উপলক্ষে পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বি-৫২ বোমারু বিমান ও পরমাণু পরিচালিত সাবমেরিন মোতায়েন করে।