অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করলে ত্বক ও শরীরের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে

অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। করোনার সংক্রমণ শুরু হতে সকলেই স্যানিটাইজার ব্যবহার শুরু করেছেন। তবে অত্যাধিক পরিমাণে স্যানিটাইজার ব্যবহার করা হলে নানা সমস্যা তৈরি হতে পারে। ত্বক ও শরীরে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া। চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা অনেকেই তাই স্যানিটাইজারের বদলে সাবান ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন।

এখন দেখে নেওয়া যাক অত্যধিক স্যানিটাইজার ব্যবহারের ফলে কী ধরনের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধিক পরিমাণে স্যানিটাইজার ব্যবহার করলে একজিমা বা ত্বকে চুলকানির সমস্যা দেখা দিতে পারে। একজিমার কারণে ত্বক লাল ও রুক্ষ হয়ে যেতে পারে। এমনকি ত্বকে ফাট ধরতে পারে। বিশেষ করে শীতের সময় এই সমস্যা আরও বেশি হবে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসক ক্রিস নরিস বলেছেন, স্যানিটাইজারে থাকা এথিল আলকোহল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আবার কিছু স্যানিটাইজার আছে যেগুলিতে অ্যালকোহল থাকে না। এই স্যানিটাইজারে ট্রাইক্লোসনের মত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।

একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাইক্লোসন প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। অ্যালকোহল বিহীন স্যানিটাইজারে থাকা ট্রাইক্লোসন হরমোনজনিত সমস্যা তৈরি করে। এটি বিভিন্ন হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। কিছু স্যানিটাইজারে আবার মিথানল নামে এক ধরনের বিষাক্ত রাসায়নিক থাকে। যার ফলে বমি, মাথা ঘোরা, অনিদ্রা, দৃষ্টিহীনতার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, এ ধরনের স্যানিটাইজার মানুষের স্নায়ুতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করে।

ট্রাইক্লোসন মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে যে কেউ সহজে অসুস্থ হয়ে পড়ে। স্যানিটাইজারকে সুগন্ধযুক্ত করে তোলার জন্য পথালেটস ও প্যারোবেনসের মত বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। এগুলি মানুষের অন্তক্ষরা গ্রন্থির প্রক্রিয়াকে ব্যাহত করে। স্যানিটাইজারকে অধিক কার্যকরী করে তোলার জন্য এতে বেশি করে অ্যালকোহল মেশানো হয়। কিন্তু দেখা গিয়েছে, অতিরিক্ত অ্যালকোহলের বিষক্রিয়ায় অনেক কিশোর-কিশোরীদের ত্বকে এলার্জি বা চুলকানি দেখা দিচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?