অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। এতদিন বলছিলেন নির্বাচনে কারচুপি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তিনি মানেন না। প্রয়োজনে আদালতে যাবেন তিনি। কিন্তু আদলতেও নিরাশার সম্মুখীন হওয়ার পর এবার সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী জো বিডেন। কিন্তু ভোটের এই ফল মানতে নারাজ ট্রাম্প। এর মাঝেই তাঁর বিরুদ্ধে উঠল নয়া অভিযোগ। একটি ফোন রেকর্ডিং সামনে এসেছে। যার প্রেক্ষিতে অভিযোগ উঠছে, জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি ব্র্যাড র্যাফেনস্পার্জারকে নাকি ফোন করে ট্রাম্প বলেছেন, যেখান থেকে সম্ভব ভোট খুঁজে নিয়ে এসে তাঁকে জিতিয়ে দিতে হবে। নইলে ভোটের ফল ভালো হবে না।
ট্রাম্পের এই কল রেকর্ডিং সামনে আসার পরেই নিন্দায় সরব হয়েছে ডেমোক্র্যাট শিবির। ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলছেন, ক্ষমতাঁর অপব্যবহার আগেও করেছেন ট্রাম্প, এখনও করছেন। গণতন্ত্রের অবমাননা করছেন তিনি। গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা চলছেন ট্রাম্প। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার কথা জো বিডেন।