স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জানুয়ারি।। বকেয়া রান্নার গ্যাসের বিল প্রদান না করায় মঙ্গলবার রাজধানীর দুইটি বাড়ির রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করলো টিএনজিসিএল। এইদিন রীতিমতো পুলিশকে সাথে নিয়ে গিয়ে এই দুইটি গ্যাসের সংযোগ ছিন্ন করতে হয়। ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর মেলারমাঠ এলাকার বাসিন্দা অরুনজিত দেব ও বর্ডার গোল চক্কর এলাকার বাসিন্দা লক্ষ্মী রানী দাস দীর্ঘ দিন ধরে রান্নার গ্যাসের বিল প্রদান করছিলেন না।
এই নিয়ে টিএনজিসিএল অফিস থেকে তাদেরকে বেশকয়েকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারপরও তারা বকেয়া গ্যাসের বিল প্রদান করছিল না। টিএনজিসিএল থেকে তাদেরকে চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। তারপরও তারা গ্যাসের বিল প্রদান করেনি। ফলে টিএনজিসিএল অফিস থেকে এই দুইটি গ্যাসের সংযোগ ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়। টিএনজিসিএল-এর কর্মীরা এই দুইটি গ্যাসের সংযোগ ছিন্ন করতে আসলে তাদেকে হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার টিএনজিসিএল-এর আধিকারিকরা পুলিশকে সাথে নিয়ে এই দুইটি রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করে।
এইদিন উপস্থিত ছিলেন টিএনজিসিএল চিফ কমার্শিয়াল ম্যানেজার চন্দন চক্রবর্তী। তিনি জানান রান্নার গ্যাসের বিল প্রদান না করায় এখনো পর্যন্ত প্রায় ২৫০ টি সংযোগ ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার যে দুইটি সংযোগ ছিন্ন করা হয়েছে, সেইগুলি ছিন্ন করার জন্য আগেই টিএনজিসিএল-এর কর্মীরা এসেছিল, কিন্ত তাদেরকে হেনস্থা করা হয়। ফলে বাধ্য হয়ে এইদিন পুলিশকে সাথে নিয়ে এসে এই দুইটি গ্যাসের সংযোগ ছিন্ন করা হয়েছে।