অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। মোদি সরকারের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় ৪০, দিন হল দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই কৃষকরা দিল্লিতে ট্রাক্টর মিছিল করেছেন। কিন্তু তিন কৃষি আইন বাতিলের দাবিতে এবার ট্রাক্টর মিছিল করতে চলেছেন হরিয়ানার মহিলারা। জানা গিয়েছে সাধারণতন্ত্র দিবসের দিন মহিলারা এই ট্রাক্টর মিছিল করবেন দিল্লিতে। কৃষক ও সরকারের মধ্যে সাত দফা আলোচনা হলেও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। তাই এবার সাধারণতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলের পরিকল্পনা করেছেন কৃষকরা। তবে এই মিছিল করবেন মহিলারা। ইতিমধ্যেই হরিয়ানার ঝিন্দে মহিলাদের ট্রাক্টর চালানোর অনুশীলন শুরু হয়ে গিয়েছে।
দেখা গিয়েছে, বেশ কিছু মহিলা সেখানে ট্রাক্টর চালাচ্ছেন। গ্রামের মহিলাদের ট্রাক্টর চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতারা। এই কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ৫০০-র বেশি মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেক মহিলাই ট্রাক্টর চালাতে জানেন। তাই সাধারণতন্ত্র দিবসের দিন বহু মহিলা ট্রাক্টর নিয়ে রাজপথে মিছিল করবেন। ঝিন্দে দেখা গিয়েছে বেশ কিছু মহিলা ট্রাক্টর চালাচ্ছেন। আর কিছু মহিলা পিছনে বসে মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এক কৃষক নেতা বললেন, এটা তো ট্রেলর চলছে। আসল ছবি উঠে আসবে কুণ্ডলি-মানেসর-পালওয়াল সড়কে। সাধারণতন্ত্র দিবসের দিন বহু সংখ্যক মহিলা ট্রাক্টর নিয়ে পথে নামবেন। রাজনৈতিক মহল মনে করছে, পুরুষরা সরকারের সঙ্গে দরকষাকষিতে ব্যর্থ হওয়ায় এবার মহিলাদের পথে নামানো হচ্ছে। কারণ মহিলারা এভাবে পথে নেমে আন্দোলন করলে তা দেশের সংবাদ মাধ্যমে আরও বেশি করে প্রচারিত হবে। যা মোদি সরকারকে আরো চাপে ফেলবে।