অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।।প্রাপ্তবয়স্কদের শরীরে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছিল আগেই। ১২ বছরের বেশি বয়সী কয়েকজন শিশুর শরীরেও প্রয়োগ হয়েছিল এই টিকা। এবার ১২ বছরের কম বয়সীদের শরীরে ট্রায়ালের জন্য কোভ্যাক্সিনের টিকা প্রয়োগের অনুমতি পেল ভারত বায়োটেক। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা এই ছাড়পত্র দিয়েছে।
ট্রায়ালের পর তার সম্পুর্ণ রিপোর্ট কেন্দ্রের বিশেষ কমিটির কাছে জমা দিতে হবে ভারত বায়োটেককে। উল্লেখ্য, এখনও পর্যন্ত কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়নি। কোনও মেডিক্যাল জার্নালেও প্রকাশিত হয়নি এই সংস্থার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল। যদিও কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার দাবি সবদিক খতিয়ে দেখেই ছাড়পত্র দেওয়া হয়ে এই করোনা ভ্যাকসিনকে। ডিসিজিআই দাবি করেছেন ভারতে অনুমতি দেওয়া দুই টিকাই ১১০ শতাংশ নিরাপদ।