অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। মাত্র দু’দিন আগে ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ডিসিজিআইয়ের ডিরেক্টর ভি জি সোমানি বলেছেন, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন যথেষ্টই নিরাপদ। তাই এই ভ্যাকসিন টিকাকরণের কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ডিসিজিআইয়ের ওই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে।
বিশেষ করে কংগ্রেসের মত রাজনৈতিক দল বলছে, কোভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষার চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। তাই এই ভ্যাকসিন কি আদৌ নিরাপদ? অনেকেই আবার প্রশ্ন করেছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্বের পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসার আগেই কিভাবে কোনও ভ্যাকসিন ছাড়পত্র পেল? বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হওয়ায় সোমবার তার উত্তর দিলেন ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ কৃষ্ণা এল্লা।
এদিন তিনি বলেছেন, আমাদের সংস্থা টিকা তৈরির ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ। বিশ্বের ১২৩টি দেশে আমাদের সংস্থা আছে। টিকাকরণের বিষয়ে আমাদের যা অভিজ্ঞতা আছে তা অন্য কারও নেই। সম্ভবত ভারতীয় সংস্থা বলেই এত নেতিবাচক মনোভাব দেখানো হচ্ছে। শুধু ভারত নয়, বিশ্বের ১২ টি দেশে কোভ্যাকসিনের পরীক্ষা হয়েছে।
কোনও জায়গা থেকেই নেগেটিভ রিপোর্ট আসেনি। যার মধ্যে আছে ব্রিটেন, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ। বলা যেতে পারে, ভারত বায়োটেক ভারতীয় নয় বরং বিশ্বব্যাপী একটি সংস্থা। ২০০ শতাংশ সততার সঙ্গে আমরা টিকার পরীক্ষা চালিয়েছি। সেখানে দেখা গিয়েছে অন্যান্য সংস্থার টিকার থেকে আমাদের টিকার বিরূপ প্রতিক্রিয়া ১০ শতাংশ কম।
করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রুখতে আয়াস্ট্রাজেনেকা স্বেচ্ছাসেবকদের চার গ্রামের প্যারাসিটামল দিয়েছে। কিন্তু আমাদের তা দিতে হয়নি। আমাদের তৈরি টিকা ২০০ শতাংশ নিরাপদ। তাই কোভ্যাকসিন নিয়ে চিন্তা ও উদ্বেগের কোনও কারণ নেই।