মদ্যপায়ীদের জন্য দুঃখের খবর, ভ্যাকসিন নিলে ছাড়তে হবে মদ্যপান

অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। এই মুহুর্তে গোটা বিশ্বে করোনা আতঙ্ক দাপিয়ে বেড়াচ্ছে। যদিও নতুন বছরের শুরুতেই বিশ্বের একাধিক দেশে করোনার ভ্যাকসিন এসে গিয়েছে। চলছে টিকাকরণ। এরই মধ্যে বিশেষজ্ঞরা সতর্কবার্তায় জানালেন, যাঁরা করোনার ভ্যাকসিন নেবেন তাঁদের অবশ্যই বেশ কিছু দিনের জন্য মদ্যপান ছাড়তে হবে। বিশেষজ্ঞদের এই সতর্কবাণী নিশ্চিতভাবেই মদ্যপায়ীদের কাছে এক দুঃখের বার্তা বয়ে এনেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যালকোহল মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ভ্যাকসিন নেওয়ার পর বেশ কিছু দিন আর মদ্যপান করা যাবে না। কেউ যদি ভ্যাকসিন নেওয়ার পর মদ্যপান চালিয়ে যান তবে ওই ভ্যাকসিন কোনও কাজ করবে না। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ইমিউনোলজির অধ্যাপক সিনা ক্রুইকশ্যাঙ্ক বলেছেন, ভ্যাকসিন নেওয়ার পর মদ্যপান চালিয়ে গেলে তা আর কোনও কাজে আসবে না।

কারণ অ্যালকোহল মানুষের শরীরে অন্ত্রের মধ্যে থাকা মাইক্রোঅর্গানিজমের চেহারা বদলে দেয়। যার ফলে তা আর ব্যাকটেরিয়া বা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করার মতো অবস্থায় থাকে না। এর ফলে রক্তের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকার কর্মক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায়। তাতেই ভাইরাস সহজেই শরীরকে কাবু করে ফেলতে পারে। অর্থাৎ শরীরের বন্ধু ভাইরাসের থেকে বাইরে থেকে প্রবেশ করা ভাইরাস বেশি শক্তিশালী হয়ে ওঠে।

আমেরিকার জরুরী মেডিসিন বিভাগের চিকিৎসক রনিক্স ইখারিয়া বলেছেন, মদ্যপান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমতে থাকে। তাই ভ্যাকসিন নেওয়ার পরও মদ্যপান চালিয়ে গেলে স্বাভাবিকভাবেই তা কার্যকর হবে না। রনিক্স আরও বলেছেন, তিন পেগ মদ্যপানের পর শরীরে রোগ প্রতিরোধকারী শ্বেতকণিকার পরিমাণ ক্রমশ কমতে থাকে। অনেক সময় তা ৫০ শতাংশের নিচে নেমে আসে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়। তাই গবেষকরা সকলেই জানিয়েছেন, কোনও মানুষ যদি করোনার ভ্যাকসিন নেন তবে তাঁকে আপাতত বেশ কিছুদিনের জন্য মদ থেকে দূরে থাকতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?