অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। এখনও করোনাজনিত বিভিন্ন বিধিনিষেধ জারি রয়েছে দেশে। কিন্তু সেই বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাজধানী দিল্লির অভিজাত এলাকায় চলছে একের পর এক বেআইনি হুক্কা বার। ওই সমস্ত হুক্কা বারে চলছে জমজমাট পার্টি। দিল্লির একাধিক হুক্কা বার থেকে ৬৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রোহিণী এলাকার সেক্টর-৯ এর একটি বড় ক্যাফে থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়। ওই ২২ জন হুক্কা বারে একটি পার্টিতে উদ্দাম নাচ ছিল। কোনও রকম বিধিনিষেধ সেখানে মানা হয়নি।
এছাড়াও রোহিণী সেক্টর-৮ এ তল্লাশি চালিয়ে আরও ৩২ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে তিনজন নাবালক। ধৃত ৩২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ১২ জন মহিলা। ওই হুক্কা বারের মালিক পালিয়ে গিয়েছে। দিল্লিতে আরও চারটি হুক্কা বার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই হুক্কা বারে হানা দিলেও সেখানে উপস্থিত সকলেই পালিয়ে যায়। তবে শুধু দিল্লি নয়, দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই এবং বেঙ্গালুরুর কয়েকটি জায়গা থেকেও বেআইনি হুক্কা বারের খবর এসেছে।
ওই দুই রাজ্যেও রমরমিয়ে চলছে একাধিক বেআইনি হুক্কা বার। ওই দুই রাজ্য থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে যেভাবে হুক্কা বার গুলিতে উদ্যাম পার্টি এবং নাচ-গান চলছিল তাতে সকলেই অবাক হয়ে গিয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুর পাঁচটি হুক্কা বারে হানা দিয়ে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। ওই সমস্ত বারগুলিতে করোনাজনিত কোনওরকম বিধিনিষেধ না মেনেই চলছিল পার্টি। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে সকলে জামিনে মুক্তি পায়।