অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। নিম্ন জন্মহার নিয়ে আগ থেকেই শঙ্কায় ছিল দক্ষিণ কোরিয়া। এবার আরও বাড়ল। এ প্রথম জন্মহারের তুলনায় ছাপিয়ে গেল মৃত্যুহার।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় যে পরিমাণ শিশু জন্ম নিয়েছে তারচেয়ে অধিক মানুষ মারা গিয়েছে। দেশটিতে এ নিয়ে দেখা গেছে নতুন উত্কণ্ঠা।
গত বছর মাত্র ২ লাখ ৭৫ হাজার শিশু জন্মগ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ায়। তা আবার ২০১৯ সালের তুলনায় ১০ শতাংশ কম। বিপরীতে ২০২০ সালে মারা গিয়েছে ৩ লাখ ৭ হাজারের বেশি মানুষ।নিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। এর মধ্যে নতুন এ পরিসংখ্যান সামনে আসায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জনসংখ্যা নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে।
গত মাসে প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নিম্ন জন্মহার রোধে একাধিক নীতি গ্রহণ করেন। সন্তান গ্রহণের জন্য পরিবারগুলোকে নগদ প্রণোদনা থেকে শুরু করে নানা সুবিধা দেয়ার ঘোষণা করেন তিনি। ২০২২ সাল থেকে প্রতিটি শিশুর জন্মগ্রহণের জন্য ২০ লাখ কোরীয় ওন নগদ প্রণোদনা পাবে যে কোনো পরিবার। মাতৃত্বকালীন খরচ হিসেবে এ অর্থ দেওয়া হবে। আবার শিশুর বয়স এক বছর হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ লাখ ওন করে দেওয়া হবে। ২০২৫ সালে প্রতি মাসে সেটি বেড়ে দাঁড়াবে ৫ লাখ ওনে।