মিউজিয়াম হচ্ছে রাজ কাপুর, দিলীপ কুমারের জন্মভিটে

অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। ভারতীয় সিনেমার দুই কিংবদন্তি, যাঁদের অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বজুড়ে। রাজ কাপুর আর দিলীপ কুমার। দুজনেরই জন্মভূমি আজকের পাকিস্তানে। সেখানেই কেটেছে তাঁদের শৈশব। এরপর দেশভাগের সময় পৈতৃক ভিটে থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন দুজনেই। এবার পেশোয়ারে তাঁদের জন্মভিটে সংরক্ষণের উদ্যোগ নিল পাকিস্তান সরকার।

পেশোয়ারের কিসসা-কাহানি বাজার। একসময় এখানে পেশাদার গল্প বলিয়েদের ঘিরে জমত উৎসাহী জনতার ভিড়। বাজার এলাকাতেই রয়েছে রাজ কাপুরের পৈতৃক বাড়ি, যা আজও পরিচিত কাপুর হাভেলি নামে। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে রাজ কাপুরের পিতামহ তথা আরেক কিংবদন্তি অভিনেতা দেওয়ান বশেশ্বর কাপুর যা নির্মাণ করেছিলেন। রাজ কাপুর ছাড়াও তাঁর কাকা ত্রিলোক কাপুরেরও জন্ম হয়েছিল কাপুর হাভেলিতেই। একই এলাকার আরেকটি অট্টালিকায় জন্মেছিলেন ইউসুফ খান। সিনেমাপ্রেমীরা যাঁকে চেনেন দিলীপ কুমার বলে। এই বাড়িরও বয়স পেরিয়ে গিয়েছে শতবর্ষ।

এই দুটি বাড়িকেই এবার মিউজিয়াম হিসেবে গড়ে তুলতে উদ্যোগী পাকিস্তান সরকার। বাড়ি দুটি কিনে নিতে ২.৩৫ কোটি টাকা বরাতও ঘোষণা করেছে তারা। এই দুই বাড়ির বর্তমান মালিকরা এখানে শপিং কমপ্লেক্স গড়তে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় প্রশাসনের চেষ্টায় শেষমেশ রক্ষা পাচ্ছে প্রবাদপ্রতিম দুই অভিনেতার জন্মভিটে। দুটি বাড়িই বর্তমান মালিকদের কাছ থেকে কিনে নিচ্ছে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?