অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। ছক্কা হাঁকালেন ব্যাটসম্যান। বল উড়ে গিয়ে পড়ল দর্শকের বিয়ারের গ্লাসে। এবং সেই বিয়ারই পান করলেন এক ক্রিকেটপ্রেমী। এমন মজার ঘটনাই ঘটল বিগ ব্যাশ লিগে।শনিবার খেলা হচ্ছিল হোবার্ট হ্যারিকেনসের সঙ্গে মেলবোর্ন স্টার্সের। হোবার্টের হয়ে ডেভিড মালান মেরেছিলেন ছয়। যিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান।
তার মারা বল গ্যালারিতে একজন ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তার সেই চেষ্টার ফলে গতিপথ পাল্টে বল সোজা গিয়ে পড়ে পাশের ক্রিকেটপ্রেমীর বিয়ারের গ্লাসে।এরপরই অবাক করা কাণ্ড। বল ফেরত না পাঠিয়ে সেই ক্রিকেটপ্রেমী চুমুক দিতে থাকেন বিয়ারের গ্লাসে।
যা দেখে হাসতে থাকেন আশপাশের সবাই। মেলবোর্ন স্টার্সের ফিল্ডার স্যাম রেইনবার্ড ফিল্ডিং করছিলেন ফাইন লেগ অঞ্চলে। তিনি বল ফেরত দিতে বলেন।কিন্তু, ওই বর্ষীয়ান ক্রিকেটপ্রেমী তাতে কর্ণপাত করেননি। করোনাবিধি মানার কোনো চেষ্টাই করেননি। তিনি বিয়ার পানে ব্যস্ত থাকেন। পরে ওই বল মাঠে ফেরত পাঠানো হয়। তবে ওই বলে খেলা হয়নি। বল পাল্টে শুরু হয় খেলা।