২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।।চলতি মাসের ২৯ তারিখ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এই প্রস্তাব পাঠাল সংসদ বিষয়ক মন্ত্রী কমিটি। বাজেট অধিবেশন সাধারণত দুই দফায় হয়। প্রথম দফার বাজেট অধিবেশন ২৯ জানুয়ারি শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় দফায় ৮ মার্চ থেকে অধিবেশন শুরু হবে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ২৯ জানুয়ারি সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি তাদের প্রস্তাবে এই কথা জানিয়েছে। কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করেই বাজেট অধিবেশন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাজনিত বিধিনিষেধ মেনে অধিবেশন চলবে। প্রতিদিন সংসদের উভয় কক্ষে ৪ ঘণ্টা করে অধিবেশন চলবে। উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতির কারণে ২০২০-র শীতকালীন অধিবেশন বাতিল হয়ে গিয়েছিল। যা নিয়ে দিল্লির রাজনীতিতে তীব্র বিতর্ক দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে চাপে ফেলবে বিরোধীরা।

বিশেষ করে তিন কৃষি আইন নিয়ে বিরোধীরা প্রবল চাপ সৃষ্টি করতে পারে সরকারের উপর। এছাড়াও দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে পারে বিরোধীরা। রাজনৈতিক মহলের ধারণা, চলতি পরিস্থিতিতে আসন্ন বাজেট অধিবেশন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে কঠিন চ্যালেঞ্জের হতে চলেছে। কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। ওই সমস্ত রাজ্যের নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার বাজেটে কী ধরনের জনমোহিনী সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?