অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। বছরের শুরুতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। রবিবার রাতে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে আচমকাই আগুন লাগে। চালক ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থামান। যার ফলে বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের প্রধান আধিকারিক সিএইচ রাকেশ বলেন, “গতকাল রাত ন’টা নাগাদ তেলাঙ্গানার ভিকারাবাদ জেলার নাওয়ান্ডগি রেল স্টেশন পার করার সময়ই আচমকা লোকো পাইলট ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন তিনি। পরীক্ষা করে দেখা যায়,ইঞ্জিনের একাংশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে।”
তিনি আরও জানান, “যাত্রীদের সুরক্ষার কথা ভেবে আগেই ট্রেন থেকে ইঞ্জিনটিকে আলাদা করে দেওয়া হয়। এরপর দমকলের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নাওয়ান্ডগি স্টেশনে অন্য একটি ইঞ্জিন পাঠালে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস। ঘটনায় কোনও যাত্রীই আহত হননি।“ তবে ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা না গেলেও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয় রেলওয়ে আধিকারিকদের তরফ থেকে।