স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জানুয়ারি।। ৩০ তম দিনেও অব্যাহত রয়েছে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটির অনির্দিষ্ট কালের গনঅবস্থান কর্মসূচী।
চাকুরির স্থায়ী সমাধানের দাবিতে রাজধানীর সিটি সেন্টারের সন্মুখে অনির্দিষ্ট কালের জন্য গনঅবস্থান শুরু করে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটি। সেই গনঅবস্থান মঙ্গলবার ৩০ তম দিনে পড়েছে। এরই মধ্যে গনঅবস্থান অব্যাহত রেখে শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ বিদ্যালয়ে যাওয়ার বার্তা দেন।
গনঅবস্থানরত জয়েন্ট মোভমেন্ট কমিটির এক সদস্য জানান জতক্ষন না পর্যন্ত তাদের চাকুরির স্থায়ী সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা গনঅবস্থান অব্যাহত রাখবে। তবে মঙ্গলবার জয়েন্ট মোভমেন্ট কমিটির এক সভা হবে। সেই সভায় সিদ্ধান্ত হবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যাওয়ার বিষয়ে।