অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। গত বছরের অক্টোবর মাসে জামিন পাওয়ার পর নতুন বছরে এই প্রথমবার বাড়ির বাইরে দেখা গেল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন ভাই সৌভিক চক্রবর্তীও। শোনা গিয়েছে, থাকার জন্য নতুন বাড়ির খোঁজ করছেন ভাই-বোন। আর সেই সন্ধানেই নাকি বেরিয়েছিলেন তাঁরা।
পাশাপাশি নতুন বছরেই তিনি আবার অভিনয় জগতে ফিরবেন বলে দাবি করেছিলেন পরিচালক রুমি। জানিয়েছিলেন, রিয়া ও তাঁর পরিবার নতুনভাবে জীবন শুরু করতে চাইছে। সেই কারণেই বোধ হয় নতুন ঠিকানার খোঁজ করছেন অভিনেত্রী। মুখে কিছু না বললেও পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছে গোলাপি টি-শার্টের বার্তা। যাতে লেখা ‘লাভ ইজ পাওয়ার’ অর্থাৎ ভালবাসাই শক্তি।
উল্লেখ্য, গত বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যুর কারণে প্রথমেই দায়ী করা হয় তাঁর বান্ধবী রিয়াকে। এরপর আসে নয়া মোড়। যুক্ত হয় মাদককান্ড। যার জেরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ২৮ দিনের মাথায় জামিন পেয়েছিলেন অভিনেত্রী। এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।