অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। স্কুলে গেলেই ছাত্রীরা প্রতিদিন পাবে ১০০ করে টাকা। মেয়েদের আরও বেশি করে স্কুলমুখী করে তুলতে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। স্কুল ছাত্রীদের পাশাপাশি কলেজ ছাত্রীদেরও একইভাবে উৎসাহিত করা হবে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্প রাজ্যে চালু হবে বলে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের ব্যাঙ্ক একাউন্টে যথাক্রমে ১৫০০ ও ২০০০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। এই অর্থ দেওয়া হবে বই কেনার জন্য। আর মাস চারেকের মধ্যেই অসম বিধানসভার ভোট। রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে মানুষের মন জিততে বিজেপি সরকারের এই পরিকল্পনা। তবে এ ধরনের পরিকল্পনা যে এই প্রথম তা নয়। ২০২০-তেও দ্বাদশ শ্রেণীর প্রথম বিভাগে যে সমস্ত ছাত্রী উত্তীর্ণ হয়েছিল তাদের হাতে মোটরবাইক তুলে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। ফেব্রুয়ারি মাসে রাজ্যের আরও ১৫০০০ ছাত্রীকে স্কুটার দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান।
শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন, বোর্ডের পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর এক লক্ষ ছাত্রী যদি প্রথম বিভাগে পাস করে তবে তাদের সকলকেই মোটরবাইক দেওয়া হবে। ২০২০ সালে ২২ হাজার ২৪৫ জন ছাত্রীকে মোটরবাইক দেওয়ার জন্য ১৪৪ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী বলেন, অসমের মেয়েরা এখনও শিক্ষায় কিছুটা পিছিয়ে আছে। এছাড়াও বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি সেভাবে হয়নি।
তাই অনেকের পক্ষেই স্কুলে যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়ায়। ছাত্রীদের এই অসুবিধার কথা ভেবেই তাদের মোটরবাইক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বহু গরিব ঘরের ছাত্রী খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অর্থাভাবে যাতে তাদের পড়াশোনা করতে কষ্ট না হয় সে জন্যই নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।