স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জানুয়ারি।। আগামী ১০ জানুয়ারি অল ত্রিপুরা পি এ সিস্টেম এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এবং ১১ জানুয়ারি রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
রক্তদান শিবির এবং অল ত্রিপুরার পি এ সিস্টেম এসোসিয়েশনের রাজ্য ভিত্তিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অল ত্রিপুরা পি এ সিস্টেম এসোসিয়েশনের সভাপতি পীযূষ ভৌমিক।
শিবিরের পর গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। সম্মেলনের দিন সারা রাজ্যের প্রায় তিন শতাধিক পিএ সিস্টেম -এর কর্মীরা অংশ নেবেন। বর্তমান কোভিড পরিস্থিতিতে পি এ সিস্টেম কর্মীদের অভাব-অনটন সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে। এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্পাদক সুধাংশু দাস।