অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। শনিবার সন্ধ্যার ঘটনা। এক মহিলার ফেসবুক পোস্ট দেখে চমকে ওঠেন তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। ওই মহিলা তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি স্বামীকে ছুরি মেরে খুন করেছেন। শনিবার দক্ষিণ দিল্লির ছাতারপুর এলাকার এক ফ্ল্যাটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আত্মীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ছাতারপুর এলাকার ওই ফ্ল্যাটে উপস্থিত হয়। দরজা ভেঙে দেখা যায় ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই মহিলার স্বামী। স্ত্রীও অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। দরজা ও মেঝেতে ছিল রক্তের দাগ। দরজা ভেঙে দেখা যায় এক মাঝবয়স্ক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ বছর। তাঁকে ছুরি মেরে খুন করা হয়েছে।
ওই ব্যক্তির স্ত্রী অজ্ঞান অবস্থায় বিছানায় পড়েছিলেন। পুলিশের অনুমান, ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গুরুতর জখম ওই মহিলাকে পুলিশ এইমসে ভর্তি করেছে। জানা গিয়েছে, ওই মহিলার বাপের বাড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। মহিলার জ্ঞান এখনও ফেরেনি। ওই মহিলার জ্ঞান ফিরলে পুরো বিষয়টি জানা যাবে বলে পুলিশের অনুমান।
জানা গিয়েছে, ওই দম্পতি একটি বিমা সংস্থায় চাকরি করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন আগে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল। কী কারণে ওই মহিলা তাঁর স্বামীকে খুন করলেন সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে পুলিশ ওই মহিলার জ্ঞান ফেরার অপেক্ষা করছে।