নতুন বছরের শুরুতেই রেকর্ড উচ্চতায় সেনসেক্স

অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। ২০২০-র শেষ দিক থেকে ক্রমশ চাঙ্গা হচ্ছিল শেয়ারবাজার। ২০২১- এর প্রথম দিনেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বাজার। ২০২১-এর প্রথম দিন অর্থাৎ সোমবার সেনসেক্স ৪৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। সোমবার বাজার বন্ধের সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ৩০৮ পয়েন্ট বেড়ে ৪৮১৭৬.৮০ পয়েন্টে থিতু হয়। করোনাজনিত পরিস্থিতির মধ্যেই শেয়ার বাজারের এই উত্থান দেশের অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা হওয়ার কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যেভাবে শেয়ার বাজারের উন্নতি হচ্ছে তাতে কয়েকদিনের মধ্যেই সেনসেক্স ৫০ হাজারের গণ্ডি ছুঁতে চলেছে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও এ দিন বেশ কিছুটা বেড়েছে। বাজার বন্ধের সময় নিফটি ১১৪.৪০ পয়েন্ট বেড়ে ১৪১৩২.৯০ পয়েন্টে থিতু হয়। নিফটিতে নথিভুক্ত যে সমস্ত সংস্থার শেয়ারদর সোমবার বেড়েছে তার মধ্যে রয়েছে হিন্দালকো, টাটা স্টিল ওএনজিসি, টিসিএস প্রভৃতি।

যে সমস্ত সংস্থার শেয়ারদর পড়েছে তার মধ্যে রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, আদানী পোর্ট, এশিয়ান পেইন্টস প্রভৃতি। এদিন দিনের শেষে ডলার প্রতি টাকার দাম ছিল ৭৩.০২ টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নেওয়া বিভিন্ন আর্থিক দাওয়াইয়ের ইতিবাচক ফল পড়তে শুরু করেছে অর্থনীতিতে। তারই প্রতিফলন ঘটেছে শেয়ারবাজারে অর্থাৎ মোদি সরকারের নেওয়া সিদ্ধান্তের জেরেই শেয়ারবাজার ক্রমশ চাঙ্গা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?