অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। গত মাসে পেলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে ব্রাজিলীয় কিংবদন্তির ৬৪৩ গোলের কীর্তি ম্লান করে দেন বার্সেলোনা তারকা। নতুন বছরে আরও একবার পেলের কীর্তিকে ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রবিবার সেরি আ-তে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে উডিনেজকে। জোড়া গোল করলেন রোনাল্ডো। আর তার সুবাদেই পেলের ৭৫৭ গোলের রেকর্ডকে ম্লান করে দিলেন তিনি। টুইটারে নিজের উল্লাসের ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, “২০২১ সালে দারুণ ভাবে দিনটা শুরু করলাম আমরা।” তবে ক্লাব এবং দেশ মিলিয়ে এখনও সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন স্লাভিয়া প্রাহার ফুটবলার জোসেফ বিকান। তিনি মোট ৭৫৯টি গোল করেছেন। তাঁকে টপকে যাওয়াও এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার পেলের রেকর্ড ভাঙার পরে প্রাক্তন ইংল্যান্ড তারকা গ্যারি লিনেকার টুইট করেন, “ক্রিশ্চিয়ানো এ বার পেলের ৭৫৭ গোলের রেকর্ডও ভেঙে দিল! এটা আমাদের কাছে রীতিমতো অকল্পনীয় ঘটনা। একটা ছেলে বছরের পর বছর ধরে একই কাজ করে চলেছে। ” ম্যাচের পরে উল্লসিত জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়ো পিরলো বলেছেন, “এই বছরটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জের। তবে ক্রিশ্চিয়ানো যে ভাবে ফুটবলটা খেলছে, তাতে আমাদের খুব বেশি চাপে থাকার দরকার আছে বলে মনে করি না। ও কেন বিশ্বের এক নম্বর ফুটবলার, সেটা আবারও প্রমাণ করে দিল। ওর মতো ফুটবলারের কোচ হিসেবে আমি নিজেও গর্ব অনুভব করি।”
এ দিকে, সোমবার পেলেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পরিচিতিতে নিয়ে এসেছেন পরিবর্তন। নিজের পরিচয় দিতে গিয়ে ফুটবল সম্রাট লিখেছেন, তিনটি বিশ্বকাপের মালিক। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে করেছেন ১২৮৩টি গোল। যে পরিবর্তন দেখে অনেকেই মনে করেছেন, মেসি বা রোনাল্ডো যতই তাঁর রেকর্ড ভাঙুন না কেন, সারা জীবনেও পেলের ১২৮৩ গোলের কীর্তিকে স্পর্শ করতে পারবেন না। সেটাই স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তি।