অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। হলিউডের এক সময়ের নামকরা তারকা তানিয়া রবার্টস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জেমস বন্ড সিরিজে স্যার রজার মুরের শেষ সিনেমায় অভিনেত্রী ছিলেন তানিয়া। তার আগে ‘শিনা: কুইন অব দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ মার্কিন অভিনেত্রীর মৃত্যুর সংবাদ দেন তার বন্ধু এবং এজেন্ট মাইক পিঙ্গেল।২৪ ডিসেম্বর পোষা কুকুরকে নিয়ে হাঁটার সময় রাস্তায় পড়ে যান তিনি। সেসময় তাকে লস অ্যাঞ্জেলসের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল।রবিবার তার মৃত্যু হলেও এ সংক্রান্ত বেশি কিছু জানা যায়নি। তবে তার মৃত্যু করোনা সম্পর্কিত ছিল না বলে হলিউড রিপোর্টার জানায়।
একইসঙ্গে অভিনেত্রী ও প্রযোজক তানিয়া অভিনয় করেন বন্ড সিরিজের ‘এ ভিউ টু এ কিল’ সিনেমায়। এতে জেমস বন্ড রূপী রজার মুরের নায়িকা ছিলেন তিনি। এ ছাড়া বিস্টমাস্টার, শিনা: কুইন অব দ্য জঙ্গলের জন্য প্রশংসিত হন তিনি। শিনা চরিত্রের কারণে হলিউডে নারী টারজান হিসেবে পরিচিত হয়ে ওঠেছিলেন তানিয়া।