অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। দীর্ঘদিন ধরে পুলিশে কাজ করছেন শ্যামসুন্দর। অন্ধপ্রদেশের সার্কেল ইন্সপেক্টর পদে নিযুক্ত রয়েছেন তিনি। শ্যাম সুন্দরের মেয়ে জে সি প্রশান্তি যোগ দিয়েছেন ডেপুটি সুপার অফ পুলিশ পদে।
স্বাভাবিকভাবেই প্রথম দিন বাবা ও মেয়ে মুখোমুখি হতেই বাবা স্যালুট জানালেন মেয়েকে। কারণ পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই উঁচু পদে রয়েছেন।
ডিএসপি মেয়েকে স্যালুট জানিয়ে বাবা নিজেও গর্ব বোধ করছেন বলে শ্যামসুন্দর জানিয়েছেন। মেয়েকে স্যালুট করার এই বিরল ছবি ক্যামেরাবন্দি করেছেন থানার অন্য অফিসাররা। সোমবারই প্রথমবারের জন্য মুখোমুখি হয়েছিলেন মেয়ে ও বাবা।
দেখা হতেই ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে গিয়ে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করেন বাবা শ্যামসুন্দর। পরে শ্যামসুন্দর জানিয়েছেন, এই প্রথমবার কর্তব্যরত অবস্থায় তিনি মেয়ের মুখোমুখি হলেন।
যেহেতু মেয়ে তাঁর চেয়ে অনেক উঁচু পদে পোস্টিং রয়েছেন তাই স্বাভাবিক ভাবেই তিনি মেয়েকে স্যালুট জানিয়েছেন। পুলিশ অফিসার হিসেবে মেয়ের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত বলেও শ্যামসুন্দর জানান।
এদিন কর্তব্যরত অবস্থায় শ্যামসুন্দর যখন তাঁর মেয়েকে স্যালুট জানান তখন সেই বিরল দৃশ্য ক্যামেরায় তুলে রাখেন তাঁর সহকর্মীরা। এ জন্য শ্যামসুন্দর তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।