স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৪জানুয়ারি।। সোনামুড়া মহাকুমার ইউএনসি নগর নতুন কলোনিতে গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা।সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা ইউএনসি নগরের নতুন কলোনি এলাকায় বিরোধী অভিযানের সামিল হয়।অভিযান চালাতে গিয়ে তারা ২২হেক্টর জমির গাজার যার কেটে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়।
জানা যায় সীমান্তবর্তী এলাকা গুলোতে ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে।গাঁজা চাষ আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একাংশের মানুষজন অতি মুনাফার লোভে বেআইনিভাবে রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং পাহাড়ী এলাকাগুলিতে গাঁজার চাষ করে চলেছে।
এবছর লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে অতি মুনাফালোভীরা ব্যাপকহারে গাঁজা চাষ করেছে। রাজ্যের মাটিতে উৎপাদিত এইসব গাজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে নানা কৌশলে পাচার করা হচ্ছে। গত বেশ কয়েক বছর ধরেই ত্রিপুরার মাটিতে ব্যাপকহারে গাঁজার চাষ হচ্ছে।গাঁজা চাষ বন্ধ করার জন্য সরকার ও প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও গাজা চাষি এবং অতি মুনাফালোভীরা নানা কৌশলে প্রশাসনের চোখে ধুলো দিয়ে গাঁজা চাষ অব্যাহত রেখেছে।
পুলিশ বিএসএফ সহ প্রশাসনের কর্মকর্তারা ওষুধের বিরুদ্ধে অভিযান জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছেন।বিগত দু মাসে রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ , টিএসআর ও বিএসএফ জওয়ানরা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।