অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। নভেল করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে চীনে হাজার হাজার মানুষকে লাইন ধরতে দেখা গেছে। বেইজিংয়ে টিকাদান কর্মসূচি নিয়ে সোমবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।আগামী মাসে চীনা ক্যালেন্ডারের নতুন বছর শুরুর আগেই লাখ লাখ মানুষকে টিকা দেয়া শেষ করতে চায় চীন। ফলে টিকা নিতে দেশটিতে মানুষের লাইন পড়ে গেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, টিকাদান কর্মসূচির প্রথম দুইদিনে ৭৩ হাজারের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন সম্মুখসারির যোদ্ধা থেকে শুরু করে কমিউনিটি কর্মী, বাসচালক পর্যন্ত।গণ টিকাদান কর্মসূচির জন্য ৩১ ডিসেম্বর চীন নিজেদের কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা টিকার অনুমোদন দেয়। এর আগে দেশটিতে জরুরিভাবে টিকার ব্যবহার করা হলেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটিই প্রথম টিকা।সিনোফার্ম তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করে জানিয়েছিল, তাদের টিকা ৭৯.৩৪ শতাংশ কার্যকর।
সম্প্রতি ব্রিটেন দুটি টিকার অনুমোদন দিয়েছে। রাশিয়া দিয়েছে একটি। তবে কোনোটিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন পায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বৈশ্বিক অনুমোদন মিলবে।গত মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজেদের দেশে ব্যবহারের অনুমোদন দেয়।
চীন এমন এক সময় সিনোফার্মের টিকার অনুমোদন দেয়, যখন এর এক দিন আগে যুক্তরাজ্য কভিডের দ্বিতীয় টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশটিতে করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকার প্রেক্ষাপটে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেয় ব্রিটিশ সরকার।সোমবার ছয়টি হাসপাতালে অক্সফোর্ডের গবেষণায় উদ্ভাবিত এ টিকা দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দিনেই পাঁচ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হবে।