অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। এবার বৈদ্যুতিন মাধ্যমে পোস্টাল ব্যালটের সাহায্যে ভোট দিতে পারবেন অনাবাসী ভারতীয়রা। মঙ্গলবার এই সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাবে সায় দিয়েছে বিদেশ মন্ত্রক।
তবে এবিষয়ের সঙ্গে যুক্ত সব পক্ষেরই মতামত গ্রহণের জন্য কমিশনকে পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই নিয়ম কার্যকর করতে হলে ১৯৬১ সালের নির্বাচনী আইনে পরিবর্তনের প্রয়োজন। এই নিয়ে গত ২৭ নভেম্বর আইন মন্ত্রকের সচিবের কাছে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
দেশের পরবর্তী লোকসভস নির্বাচনের পাশাপাশি আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পদুচেরি ও অসমের বিধানসভা ভোটেও যাতে প্রবাসীরা মতাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রশাসনিক ভাবে তারা প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।