মুম্বইয়ের হোটেল থেকে মাদক সহ টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করল এনসিবি

অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। মুম্বইয়ের ক্রাউন হোটেলে তল্লাসির পর টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক।

গত ২ জানুয়ারী তল্লাসির পর মুম্বইয়ের মিত্রা রোডের হোটেল থেকে উদ্ধার হয় ৪০০ গ্ৰাম এমডি, যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এদিন মুম্বইয়ের পশ্চিম শহরতলীর দুটি জায়গায় তল্লাসির চালানোর পরই এই হোটেলের খোঁজ মেলে। এরপরই ওই টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। তাঁকে জিজ্ঞাসাবাদের করা হবে সোমবার এনসিবি অফিসে। ড্রাগ সরবরাহকারীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এমনটাই খবর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ড্রাগ সরবরাহকারী চাঁদ মহম্মদকে সেই সময়ই ধরা পড়েছেন কিন্তু শায়েদ এই মুহূর্তে পলাতক।

উল্লেখ্য, গত ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর মাদক মামলা শুরু হয় বলিউডে। এখনও পর্যন্ত ড্রাগ ইস্যুতে প্রায় ২৩ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শোভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দিপেশ সাওয়ান্তও ছিলেন। এছাড়াও দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?