অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। আজকাল অনেকেই চুল স্ট্রেট করার জন্য স্ট্রেটনিং আয়রন ব্যবহার করেন। দীর্ঘদিন আয়রন ব্যবহার করলে চুলের ক্ষতি হয়ে যায়। তাছাড়া শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। আবার স্থায়ীভাবে সোজা চুল পেতে কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে হয়। এতে চুলেরও অনেক ক্ষতি হয়।
এগুলোর বিকল্প হিসেবে প্রাকৃতিক পদ্ধতিতে চুল স্ট্রেট করতে পারেন। চুল সোজাও থাকবে, সুন্দরও থাকবে।
১. এমনিতে ভেজা চুল মোটেও ব্রাশ করা উচিত নয়, গোছা গোছা চুল উঠে যেতে পারে। তাই ব্রাশের বদলে মোটা দাঁড়ার কাঠের চিরুনি বেছে নিন। মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ালে জট ছাড়়িয়ে নিতে পারবেন, চুল স্ট্রেট দেখাবে।
প্রথমে নিয়মমাফিক চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর তোয়ালে বা সুতির গেঞ্জি দিয়ে চুল চেপে চেপে মুছে বাড়তি জলটুকু শুষে নিন।
ভেজা চুলটা ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করুন। এক একটা ভাগ নিয়ে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়ান। চুল স্ট্রেট আর পরিচ্ছন্ন দেখাবে। পাঁচ মিনিট অপেক্ষা করুন, তারপর আবার আঁচড়াতে থাকুন। যতক্ষণ না চুল পুরো শুকনো হচ্ছে, এভাবে আঁচড়াতে হবে।
২. চুল স্বাভাবিকভাবে সোজা আর মসৃণ করতে পারে দুধ, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে তুলতেও দুধের ভূমিকা রয়েছে। কাপে পরিমাণমতো দুধ নিন। চুল শ্যাম্পু আর কন্ডিশনিং করার পরে হাতে খানিকটা দুধ নিয়ে আঙুল দিয়ে তেল মাখার মতো করে পুরো চুলে মেখে নিন। বাকি দুধটা চুলে ঢেলে নিন। মিনিট দু-এক অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। শুকানোর পর চুল অনেক স্ট্রেট দেখাবে। গরুর দুধ, আমন্ডের দুধ বা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন।
৩. চুলের দৈনন্দিন যত্নে আমন্ড অয়েল খুবই উপকারী। ভিটামিন ই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আমন্ড অয়েল চুলের রুক্ষতা কমায়, চুল মসৃণ রাখে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প আমন্ড অয়েল চুলে মেখে নিন। চুল স্ট্রেট থাকবে।
৪. আমন্ড অয়েলের মতো ডিমেও প্রচুর জরুরি ভিটামিন, ফ্যাটি অ্যাসিড আর পুষ্টিকর উপাদান রয়েছে যা চুলে ভেতর থেকে পুষ্টি জোগায়। অন্যদিকে অলিভ অয়েলের রাসায়নিক গঠন অনেকটা আমাদের শরীরে তৈরি স্বাভাবিক তেলের মতোই। তাই অলিভ অয়েল চুলের স্বাভাবিক আর্দ্রতা রক্ষা করে এবং শুষ্ক ভাব প্রতিহত করে। অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ভেঙে মিশিয়ে চুলে মেখে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫. শুধু চুলের আর্দ্রতা ধরে রাখাই নয়, কলা আর মধুর আরও একরাশ উপকারিতা রয়েছে। চুলের চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করে দিতে পারে কলা আর মধুর প্যাক। একটা পাকা কলা ভালোভাবে চটকে নিন, তাতে এক টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো চুলে আর স্ক্যাল্পে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।