অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। হিথরো বিমানবন্দর থেকে তিনি যখন কলম্বোর যখন যাত্রা শুরু করেন, তখন করোনা পরীক্ষার ফল ছিল নেগেটিভ। কিন্তু রবিবার কলম্বোর হাম্বানতোতা বিমানবন্দরে পা দিয়েই পাল্টে গেল ছবি। ইংল্যান্ড দলের অফস্পিনার মইন আলির শরীরে ধরা পড়ল করোনাভাইরাস! আর তার পরেই জো রুটদের সফর নিয়ে উঠে গেল প্রশ্ন।
করোনা বিধি মেনে কলম্বো বিমানবন্দরেই ইংল্যান্ড ক্রিকেটারদের কোভিড পরীক্ষা হয়ষ মইনের রিপোর্ট আসে পজিটিভ। তাঁকে দশ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিশেষ চার্টার্ড বিমানে তাঁর পাশের আসনে ছিলেন ক্রিস ওকস। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেন সতর্কতা হিসেবে তাঁকেও দলের থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। মইনের মতো তাঁকেও আপাতত থাকতে হবে আইসোলেশনে। বুধবার আবার ইংল্যান্ড দলের ক্রিকেটারদের করোনার পরীক্ষা হবে। সেই ফল নেগেটিভ এলে রুটরা অনুশীলন শুরু করতে পারবেন বিশেষ জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে। মইনের করোনা নিয়ে বাড়তি কোনো মন্তব্য করতে চায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও।
কিন্তু প্রশ্ন উঠছে মইনের করোনা নিয়ে। লন্ডন থেকে উড়ানে ওঠার সময় যাঁর ফল নেগেটিভ ছিল, তিনি কলম্বো বিমানবন্দরে পা রাখার পরে ফল কী করে পজিটিভ হতে পারে, তা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তা নিয়ে এখনও কিছু জানায়নি। শ্রীলঙ্কা সফরের পরেই জো রুটদের আসার কথা ভারতে। তার আগে মইনের করোনা ধরা পড়ায় গোটা বিষয় নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এর আগে দক্ষিণ আফ্রিকার টিম হোটেলে কর্মীদের করোনা ধরা পড়ায় টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরতে হয়েছিল অইন মর্গ্যানদের। এবারও তেমন কিছু হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। ভারতীয় বোর্ড যেমন জানিয়ে দিয়েছে, ইংল্যান্ড দলের সফর বাতিল করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েক দিনের মধ্যে।