অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। সরকারের লক্ষ্য হল ‘এক দেশ এক গ্যাস গ্রিড’। সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারত। মঙ্গলবার কোচি-ম্যাঙ্গালুরু ৪৫০ কিলোমিটার দীর্ঘ গ্যাসপাইপ লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই পাইপলাইনের ফলে কেরল ও কর্নাটকের বেশ কয়েকটি জেলার মানুষ উপকৃত হবেন।
এই পাইপলাইনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য আজ এক গুরুত্বপূর্ণ দিন। বিশেষত কেরল ও কর্নাটকের মানুষের জন্য। এই গ্যাস লাইন প্রকল্পের মাধ্যমে দুই রাজ্যের বন্ধন আরও দৃঢ় হবে। এই গ্যাস পাইপলাইন প্রকল্পের ফলে দুই রাজ্যের লক্ষাধিক মানুষের জীবন আরও সহজ হবে।
একই সঙ্গে বৃদ্ধি পাবে পর্যটন ব্যবস্থা। প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, তিন হাজার কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজে ১২ লক্ষ ঘন্টার কাজ হয়েছে শ্রমিকদের। এই পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ঘরে ঘরে পৌঁছে যাবে।
এই গ্যাস অত্যন্ত পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি পৌঁছে দেবে সাধারণ মানুষকে। প্রাকৃতিক গ্যাসে দূষণের পরিমাণ অত্যন্ত কম। এই গ্যাস পরিবেশবান্ধব। যা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী যথারীতি কংগ্রেসকে কটাক্ষ করেন।
মোদি বলেন, আগের সরকারের আমলে দেশের উন্নয়ন হয়েছিল শম্বুক গতিতে। এত ধীরে ধীরে এগোলে কখনওই একটি দেশ এগোতে পারে না।প্রধানমন্ত্রীর দাবি, সাম্প্রতিক বছরে ভারতের উন্নয়নের গতি ও সুযোগ অনেকটাই বেড়েছে। প্রসঙ্গত, ১৯৮৭ সালে আন্তঃরাজ্য গ্যাস পাইপলাইন কমিশন তৈরি হয়েছিল।
২০১৪ পর্যন্ত দেশে মাত্র ১৫ হাজার কিলোমিটার পাইপ লাইন তৈরি হয়। বর্তমানে দেশে ১৬ হাজার কিলোমিটার পাইপলাইনের কাজ চলছে। যা চার থেকে ছয় বছরের মধ্যেই শেষ হবে। প্রধানমন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে ২৭ বছরে যে কাজ হয়েছিল তাঁর সরকার অর্ধেক সময় তার থেকে বেশি কাজ করবে।