স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪জানুয়ারি।। ২৩ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রিয় মন্ত্রীসভার বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এইটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। মাধ্যমিক পাশের পর দেখা যায় তপসিলি জাতির ছাত্র-ছাত্রিরা বিভিন্ন বিভাগে ভর্তি হয়। কিন্তু তার মধ্যে কিছু ছাত্র-ছাত্রির পড়া বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে এই সকল ছাত্র-ছাত্রিদের পড়ালেখার যেন কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য ২৩ ডিসেম্বর কেন্দ্রিয় সরকার তপসিলি জাতির ছাত্র-ছাত্রিদের স্কলারশিপের টাকা ১১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৬ হাজার কোটি টাকা করেছে।
সাধারন কোন স্কিমে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থ প্রদানের রেশিও থাকে ৬০ শতাংশ ও ৪০ শতাংশ। ফলে রাজ্য সরকার যে পরিমাণ অর্থ প্রদান করবে তার উপর নির্ভর করে কেন্দ্র সরকার অর্থ প্রদান করবে। তার জন্য কেন্দ্রীয় সরকার স্কলারশিপের টাকা ১১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৬ হাজার কোটি টাকা করা হয়েছে। সোমবার বিজেপি এসসি মোর্চা সদর আরবান কমিটির পক্ষ থেকে বিজেপি প্রদেশ কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান তপসিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস।
কেন্দ্রিয় মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ৯ জানুয়ারি বিজেপি এসসি মোর্চা সদর আরবান ও সদর গ্রমিন জেলা কমিটির অধিন প্রতিটি বুথের বুথ সভাপতি আগরতলা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি প্রেরন করবে। এইদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি এসসি মোর্চা সদর আরবান কমিটির সভাপতিও উপস্থিত ছিলেন।