স্টাফ রিপোর্টার, কদমতলা, ৫ জানুয়ারি।। মঙ্গলবার নেশা বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ বিলাতী মদ আটক করলো কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী এইদিন কদমতলা থানাধীন বজেন্দ্র নগর বাজার এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়।
কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের কাছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ আসছিল বজেন্দ্র নগর বাজারের এক রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বিলাতি মদ বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এইদিন কদমতলা থানার পুলিশের মদ বিরোধী অভিযান শুরু করার সাথে সাথে ঐ রেস্টুরেন্টের মালিক গাঁ ডাকা দেয়।
পরে কদমতলা থানার পুলিশ ঐ রেস্টুরেন্টের মালিকের বাড়িতে গিয়ে তল্লাসি অভিযান চালায়। এই অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়। আগামী দিনেও পুলিশের এইধরনের মদ বিরোধী অভিযান জারি থাকবে বলে জানান কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার।