অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। গত শনিবার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করলে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছাবার্তার পাশাপাশি মা শ্রাবন্তীকে নিয়েও শুরু হয় কটাক্ষ। এবার নিজের ছেলে অভিমন্যুর সম্পর্ক নিয়ে মুখ খুললেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও নেতিবাচক সবে কান না দিয়েই অভিনেত্রীর কথায়, “আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে, মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।” যদিও মা-ছেলে কোনও নেতিবাচক মন্তব্যেই কান দেন না। সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল আর ভাবায় না তাঁদের।
একদিকে ছবি, রিয়্যালিটি শোয়ে আঙ্করিং। অন্যদিকে নতুন জিম ‘ফিটনেস এম্পায়ার’। সব কিছু একা হাতে সামলাতে গিয়ে নিজের জন্যই সময় দিতে পারছেন না অভিনেত্রী। তবে মনস্থির করেছেন, নতুন বছরে ফের শুরু করবেন শরীরচর্চা। তাঁর কথায়, “কাজের ব্যস্ততার জন্য বেশ অনেকটা সময় জিম করতে পারিনি। এ বার শুরু করবো। প্রথমে এক থেকে দেড় ঘণ্টা। তারপর আসতে আসতে বাড়াব।”
এখন উত্তরবঙ্গে দিন কাটছে শ্রাবন্তীর। রীতিমতো কাজে ব্যস্ত ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, বাংলাদেশের ছবিতে কাজ করছেন তিনি। নাম ‘বিক্ষোভ’। লকডাউনের আগে ছবি শেষ হয়ে গেলেও বাকি ছিল একটি গান। সেটি শ্যুট করতেই এখন ব্যস্ত তিনি। এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা ওপার বাংলার শান্ত খানকে। তবে এই প্রথম নয়, ২০১৮ সালেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল বাংলাদেশের ছবিতে। ওপার বাংলার গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী।
উল্লেখ্য, নতুন বছরে নিজের ‘লাভ লাইফ’-এর কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন শ্রাবন্তী-পুত্র অভিমন্যু। আর তারপর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিমন্যু ও তাঁর প্রেমিকা। তবে এই ঘটনায় নেটিজেনদের কটূ মন্তব্যেরও সম্মুখীন হয়েছেন তাঁরা। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন অভিমন্যু । ক্যাপশনে লেখা, ‘The number you are calling is currently in love’। একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর প্রেমিকা দামিনী ঘোষও। তিনি ক্যাপশনে লিখেছেন ‘New year with the same person’। অভিমন্যু আবার সেই ছবিতে কমেন্টও করেছেন। পোস্ট এবং কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে প্রেমের জোয়ারে ভাসছেন অভিমন্যু আর দামিনী। এখন প্রশ্ন হল কে এই দামিনী? এখনও পর্যন্ত জানা গিয়েছে দামিনী একজন মডেল। অন্তত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তেমনই উল্লেখ রয়েছে।