অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। এই মুহূর্তে বিশ্বে ইন্টারনেটের সবচেয়ে বড় বাজার ভারত। দেশে ইন্টারনেটের বাজার দ্রুতগতিতে বাড়ছে। ঠিক তেমনি নাগরিকদের কম বা বেশি সংখ্যায় ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত করার ব্যাপারেও প্রথম স্থানে রয়েছে এই দেশ। জানা গেছে ২০২০ সালে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ক্ষতি হয়েছে ২৭০ কোটি ডলার।
‘দ্য গ্লোবাল কস্ট অফ ইন্টারনেট শাটডাউনস ইন ২০২০’ শীর্ষক ওই সমীক্ষা-রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। ওই সমীক্ষার রিপোর্ট বলছে ইন্টারনেট বন্ধের কারণে ক্ষতির বিচারে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ভারত। বিভিন্ন কারণে ২০২০ তে ভারতের বহু জায়গাতেই ইন্টারনেট একাধিকবার বন্ধ হয়ে গিয়েছিল। ইন্টারনেট বন্ধের অনেক কারণ আছে। তবে ইন্টারনেট বন্ধে ভারতের যে আর্থিক ক্ষতি হয়েছে তা যথেষ্টই উদ্বেগের বিষয়।
প্রতিবছর ইন্টারনেট বন্ধের কারণে কোন দেশের কত ক্ষতি হয় তা এই সংস্থা সমীক্ষা করে জানিয়ে থাকে। ২০১৯-এর ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর এক বছরেরও বেশি সময় কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। সমীক্ষার রিপোর্ট বলছে, ২০২০ তে ভারতে ৭৫ বার ইন্টারনেট শাটডাউন করা হয়েছে। অর্থাৎ ২০২০ তে ভারতে ১৬৫৫ ঘণ্টার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল।
একই সঙ্গে ৭২৭২ ঘন্টা ব্রডব্যান্ড শাটলিং হয়েছে। এর ফলে মোট ক্ষতির পরিমাণ ২৭০ কোটি ডলার। ইন্টারনেট বন্ধ থাকায় গোটা বিশ্বে সবচেয়ে ক্ষতি হয়েছে ভারতের। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেলারুশ এবং ইয়েমেন।