অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢড়ার অফিসে হানা দিলেন আয়কর বিভাগের আধিকারীকরা। জানা গিয়েছে, বিদেশে সম্পত্তি সংক্রান্ত একটি মামলার তদন্তে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধির জামাইয়ের অফিসে সোমবার আয়কর দফতর হানা দেয়।
সূত্রের খবর, রবার্টের দিল্লির অফিসে এদিন আয়কর দফতরের আধিকারিকরা যান। সেখানে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করা হয়। অভিযোগ, নামে-বেনামে অন্তত লন্ডনে অন্তত ৯টি সম্পত্তি রয়েছে রবার্টের। যার মূল্য ১ কোটি ২০ লক্ষ পাউন্ড। সেই ৯টি সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ভিলা। এই বিতর্কিত সম্পত্তি গুলি কেনা হয়েছিল ২০০৫ সাল থেকে ২০১০ সালের মধ্যে। রবার্টের এই জমি সংক্রান্ত মামলার পৃথক তদন্ত করছে ইডিও।