২০২১- এ বদলাতে পারে পাক প্রধানমন্ত্রী ইমরানের জীবন, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও দুশ্চিন্তায় ফেললেন সে দেশের এক জ্যোতিষী। নতুন বছরের শুরুতেই ওই জ্যোতিষী জানালেন, ২০২১ ইমরান খানের পক্ষে আদৌ সুখকর হবে না। পাকিস্তানের এই জ্যোতিষীর নাম সামিয়া খান। সে দেশে রীতিমতো জনপ্রিয় তিনি। দেশের বহু গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়মিত সামিয়ার পরামর্শ নিয়ে থাকেন। সেই সামিয়া বলেছেন, ২০২১ আদৌ ভাল কাটবে না ইমরানের।

একের পর এক সমস্যায় জড়িয়ে পড়বেন তিনি। অন্যদিকে ইমরানের দুই প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল ভুট্টো জারদারি ও মরিয়ম নওয়াজের ভাগ্যের চাকা ঘুরতে পারে। কারণ এই দুই নেতা-নেত্রীর গ্রহ নক্ষত্রের অবস্থান ইমরানের থেকে অনেক ভাল। উল্লেখ্য, ২০২০-র ডিসেম্বরের শেষ দিকে বিলাওয়াল ভুট্টো একটি জনসভা করেছিলেন। সেই সভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মত। ওই সভা এমনিতেই ইমরানের উপর চাপ বাড়িয়েছে।

এবার সামিয়ার ভবিষ্যদ্বাণী প্রধানমন্ত্রীকে যে আরও উদ্বেগে ফেলবে তা না বললেও চলে। সামিয়া আরও জানিয়েছেন, ২০২১-বিলাওয়াল ও তাঁর বোন আসিফা ভুট্টোর গ্রহের অবস্থান খুব ভাল। ফলে তাঁদের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ২০২১ যে ইমরানের পক্ষে শুধুই হতাশার তা নয়। সামিয়া বলেছেন, ইমরানকে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। ইমরান যদি বুঝে শুনে চলেন তবে তিনি অনেক বিপদ থেকে মুক্ত হতে পারবেন। যদিও ২০২১-এ ইমরানের চলার পথ কার্যত কাঁটা বিছান বলে সামিয়া জানান।

বিলাবল ও মরিয়ম এই দুই নেতা-নেত্রী অভিযোগ করেছেন, ইমরানের আমলে পাকিস্তানে বেকারত্ব ব্যাপক বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া তাই। ইমরানকে অবিলম্বে ক্ষমতা থেকে সরানো দরকার। সামিয়া স্পষ্ট জানিয়েছেন, রাজনীতির মাঠে ইমরান যদি ঠিকমত চলতে না পারেন তাহলে ২০২১-এ তাঁর রাজনৈতিক ভাগ্যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবেই নেতিবাচক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?