অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। সরকার ও কৃষকদের মধ্যে নতুন বছরের প্রথম বৈঠক ব্যর্থ। ওই বৈঠক ব্যর্থ হওয়ার পর কৃষকরা হুমকি দিলেন, ‘কানুন ওয়াপাস নহি তো, ঘর ওয়াপাস নহি’। অর্থাৎ যতক্ষণ না আইন ফিরিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা বাড়ি ফিরবেন না। অন্যদিকে কৃষি আইন নিয়ে সরকারপক্ষও অনড়।
তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৃষকরা কোনও নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এলে সরকার অবশ্যই তা খতিয়ে দেখবে। তবে কোনওভাবেই নতুন আইন প্রত্যাহার করা হবে না। এদিনের বৈঠক ব্যর্থ হওয়ার পর সরকার ও কৃষক দু’পক্ষই নিজেদের দাবিতে অনড়। কেন্দ্র যেমন সাফ জানিয়ে দিয়েছে, কৃষি আইন প্রত্যাহার করার কোনও প্রশ্নই ওঠে না, তেমনই কৃষক সংগঠনগুলিও পরিষ্কার জানিয়ে দিয়েছে, আইন প্রত্যাহার করা না হলে তাঁরা ঘরে ফিরবেন না। দিল্লির রাস্তাতেই তাঁরা থাকবেন।
এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই কৃষকদের দাবির সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। এদিন দিল্লিতে এক খুদে ছাত্রীকে কৃষকদের পাশে দেখা গিয়েছে। ওই ছাত্রী বলেছে, কৃষকরা আমাদের অন্ন জোগান। তাই কৃষকদের কথা সবার আগে ভাবা দরকার। কৃষকরা যদি কৃষি কাজ বন্ধ করে দেয় তাহলে দেশের মানুষ খাবে কী? প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা কী খাবেন তা কি ভেবে দেখেছেন?
তাই কৃষকরা যে কথা বলছেন সরকার সেটা ভাল করে বিবেচনা করে দেখুক। নিশ্চয়ই কৃষকদের দাবির সারবত্তা আছে। তা না হলে লাখ লাখ কৃষক এভাবে দিনের পর দিন প্রবল ঠান্ডায় রাস্তায় পড়ে থাকতেন না।