অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে চ্যাটিংয়ের সময় অন্যদিক থেকে কেউ মিথ্যা বললে সেটি কীভাবে বোঝা যেতে পারে, তা নিয়ে গবেষণা করেছে বার্মিংহাম ইয়াং ইউনিভার্সিটি। গবেষকেরা বলছেন, চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় ব্যবহারকারীরা স্বাভাবিকের চেয়ে ধীরে মেসেজ সেন্ড করেন।
গবেষণাটি সম্পর্কে ইউবিউটি ওয়েবসাইটে বলা হয়েছে, ১০০ জন শিক্ষার্থীর চ্যাটিং বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছান সমাজবিজ্ঞানের অধ্যাপকেরা।
চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় অনলাইন ব্যবহারকারীরা একটি মেসেজ বারবার এডিট করতে থাকেন। এসময় জবাব হয় সংক্ষিপ্ত।
সরাসরি কথা বলার সময়ও মানুষ যখন মিথ্যা বলেন, তখন এমনটি হতে পারে। জবাব দেওয়ার সময় গলা কেঁপে যায়। নাকে, মাথায় হাত চলে যায়। পার্থক্য শুধু গতিতে।
সাধারণভাবে কথা বলার সময় মিথ্যা বললে কখনো মানুষ দ্রুত কথা বলে, আবার কখনো বেশি ধীরে বলে।