অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। ঘণ্টার পর ঘণ্টা অ্যাম্বুল্যান্সে বসে অভিনেত্রী। কিছুতেই নামবেন না তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে কালঘাম ছুটল আধিকারিকদের। ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধুকে নিয়ে এমনই ঘটনার সাক্ষী বেলেঘাটা আইডি হাসপাতাল।
সুজিত সরকারের ‘অক্টোবর’ ছবির মাধ্যমে বনিতা এখন বলিউডে পরিচিত নাম। ব্রিটিশ নাগরিকত্ব থাকলেও কাজের সুবাদে প্রায়শই আসা-যাওয়া করেন ভারতে। ‘কবিতা অ্যান্ড টেরেসা’ নামে একটি ছবির শ্যুটিংয়ের জন্য কয়েকদিন আগেই কলকাতায় আসেন বনিতা। দমদম বিমানবন্দরে নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতালের নিউটাউন ক্যাম্পাসে ভর্তি করা হয়েছিল তাঁকে। ফের পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
এরপর নিউটাউন থেকে তাঁকে আনা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কিছুতেই আইডিতে ভর্তি হতে চাননি তিনি। এমনকী, অ্যাম্বুল্যান্স নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চাইলে আটকে দেয় পুলিশ। এরপর চার ঘণ্টা ধরে অ্যাম্বুল্যান্স থেকেই নামেননি বনিতা। দীর্ঘ নাটকের পর যোগাযোগ করা হয় প্রশাসনের সঙ্গে। ব্রিটিশ দূতাবাসকেও জানানো হয়। শেষপর্যন্ত দূতাবাসের মধ্যস্থতায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখান থেকে তাঁর ফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। দেখা হবে, যে তিনি করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন কিনা।