অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। আবারও অধরা রফাসূত্র। সোমবার কেন্দ্রের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন কৃষকরা। কিন্তু এই বৈঠক থেকেও কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, অনড় কৃষকরা। আগামী ৮ তারিখ ফের দু’পক্ষের বৈঠক হবে বলে জানা গিয়েছে।
তবে এদিন বৈঠকে অংশ নেওয়া কয়েকজন কৃষক দাবি করেছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন কোনওভাবেই এই আইনগুলি প্রত্যাহার করা হবে না। প্রয়োজনে সুপ্রিমকোর্টে যেতে পারেন কৃষকরা। তবে কৃষকরা জানিয়েছেন, তাঁরা নিজেদের দাবিতে অনড়। আইন প্রত্যাহার না হলে তাঁরা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন দিল্লিতে বিক্ষোভ দেখাবেন।
উল্লেখ্য, কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা। দেশের বহু প্রান্ত থেকে আরও কৃষক তাঁদের আন্দোলনে যোগ দিয়েছেন। প্রবল ঠান্ডায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫৫ জন আন্দোলনকারী কৃষক। কেন্দ্রের সঙ্গে এই নিয়ে কৃষকদের সপ্তমবার বৈঠক হল। কিন্তু তাতেও মিলল না সমাধান সূত্র।