অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। নতুন বছরের শুরুতেই গোটা দেশকে স্বস্তি দিয়ে করোনার টিকায় ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এখন দেশের প্রতিটি মানুষ উদগ্রীব হয়ে তাকিয়ে রয়েছেন কবে টিকাকরণ শুরু হবে তার অপেক্ষায়। এরই মধ্যে মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিলেন, তিনি ভ্যাকসিন নেবেন না।
তাহলে শিবরাজ কি ভ্যাকসিন-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, যে কারণে তিনি ভ্যাকসিন নিতে চান না। কংগ্রেস তো একদিন আগেই টিকার বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে শিবরাজও কি একই ভাবনা ভাবছেন? সেই রহস্য অবশ্য শিবরাজ নিজেই ভেঙে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি আগে ভ্যাকসিন নেব না। আগে রাজ্যের সব মানুষকে ভ্যাকসিন দেওয়া হোক। বিশেষ করে যারা করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন যেমন চিকিৎসক, চিকিৎসাকর্মী, পুলিশ তাদের ভ্যাকসিন দেওয়া হোক।
ফ্রন্টলাইনার ছাড়াও যারা ষাটোর্ধ্ব তাদের ভ্যাকসিন আগে দেওয়া হোক। শিবরাজ নিজে ষাটোর্ধ্ব হলেও তিনি নিজে আগে ভ্যাকসিন নিতে রাজি নন। মুখ্যমন্ত্রী চান, আগে অন্যদের ভ্যাকসিন দেওয়া হোক। সে কারণেই তিনি নিজে প্রথম দফায় ভ্যাকসিন নেবেন না। কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছে, প্রথম দফায় অগ্রাধিকারের ভিত্তিতে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, চিকিৎসাকর্মী, পুরকর্মী প্রভৃতি।
এছাড়াও যারা ষাটোর্ধ্ব তাদেরকেও অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। অন্যদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছেন। তবে অখিলেশের ভ্যাকসিন না নেওয়ার কারণ অন্য। তিনি বলেছেন, মোদি সরকারের আনা এই ভ্যাকসিনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সে কারণেই তিনি ভ্যাকসিন নেবেন না।