স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪জানুয়ারি।। অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলা জগন্নাথ বাড়ি রোডে স্টুডেন্ট হেলথ হোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এ উপলক্ষে লুইস ব্রেইল এর ২১৩ তম জন্ম বার্ষিকীও পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা লুইস ব্রেইল এর জীবন আদর্শ তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন। উল্লেখ্য লুইস ব্রেইল হলেন ব্রেইল শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। লুইস ব্রেইল শিক্ষাব্যবস্থা চালু করার ফলে বর্তমানে পৃথিবীর লক্ষ লক্ষ দৃষ্টিহীনরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।
এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য রাজ্যে দৃষ্টিহীনরা নানা সমস্যার সম্মুখীন।দৃষ্টিহীনদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হয়।