স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জানুয়ারি।। মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরন সহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার এলিমেন্টারি এডুকেশানের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করলো মাদ্রাসা টিচার্স এসোসিয়েশান।
এইদিন মাদ্রাসা টিচার্স এসোসিয়েশানের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে এলিমেন্টারি এডুকেশানের অধিকর্তার হাতে ৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মাদ্রাসা টিচার্স এসোসিয়েশানের সভাপতি আব্দুল আলিম। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ৮ দফা দাবি গুলি তুলে ধরেন।