অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। দেশের স্বার্থে করোনা টিকার বিতরণে জোট বেঁধে কাজ করবে দুই সংস্থা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এমনই জানাল, ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের কর্ণধার কৃষ্ণা এল্লা এদিন যৌথ বিবৃতি প্রকাশ করে বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দেশ ও বিশ্ববাসীর জীবন রক্ষা করা। ভ্যাকসিন হল জীবনদায়ী প্রতিষেধক যা অতিমারী থেকে বিশ্বকে রক্ষা করবে। স্বাস্থ্য সঙ্কট কাটবে ও অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে’।
তবে এখন একসঙ্গে কাজের বার্তা দিলেও দিন কয়েক আগেই বিবাদে জড়িয়েছিল এই দুই টিকা প্রস্তুতকারী সংস্থা। গত শুক্রবার সেরামের করোনা টিকা কোভিশিল্ডে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। তারপরদিনই ছাড়পত্র দেওয়া হয় ভারত বায়োটেকের কোভ্যাক্সিনে। এরপরেই দুই সংস্থার বিবাদ চরমে ওঠে। ভারত বায়োটেকের নাম না করেই সেরামের প্রধান আদর পুনাওয়ালা বলেন, ফাইজার, মোডার্না ও সেরামের টিকা সব পরীক্ষায় পাশ করেছে। বাকি গুলি জলের মতো নিরাপদ। ভারত বায়োটেক এর প্রতিবাদ জানিয়ে পাল্টা বলে, জলের মতো এই কথার কী মানে? যদিও ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল আগেই জানিয়েছেন, এই দুই টিকাই ১১০ শতাংশ নিরাপদ।