অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। করোনাজনিত পরিস্থিতি ঘড়ির কাঁটাকে পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। আমরা অনেকগুলি বছর পিছিয়ে গিয়েছি। ভেবে দেখলে দেখা যাবে, হয়তো আমরা কয়েক দশক পিছিয়ে গিয়েছে।
লকডাউনের ফলে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে প্রভূত সমস্যার সৃষ্টি হয়েছে। যা কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।উল্লেখ্য, সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
পাশাপাশি করোনা প্রতিরোধের জন্য এসে গিয়েছে ভ্যাকসিন। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই বোঝা যায় করোনা পরিস্থিতির গুরুত্ব কতটা।
মঙ্গলবার শ্রীরামচন্দ্র ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চের সমাবর্তনে ভাষণ দেন স্বাস্থ্যমন্ত্রী। ভার্চুয়াল প্রক্রিয়ায় এদিন নিজের ভাষণ দেন হর্ষবর্ধন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারীতে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। করোনার মোকাবিলা করতে গিয়ে আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়েছে।
তবে দীর্ঘদিনের চেষ্টায় বা কয়েক দশক ধরে অনেক কষ্ট করে আমরা যা অর্জন করেছিলাম এই ভাইরাস তার অনেকটাই নষ্ট করে দিয়েছে। বহু ক্ষেত্রেই লকডাউন অনেক ক্ষতি করেছে। এখন সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে।
দেশবাসীকেও আরো বেশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাস্থ্যমন্ত্রী এদিন দাবি করেন, করোনাজনিত পরিস্থিতির দীর্ঘস্থায়ী প্রভাব কাটাতে কেন্দ্রের মোদি সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
কেন্দ্রের নেওয়া এই সব সমস্ত পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে। তবে অর্থনীতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।