অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। ব্রিটেনে করোনার নয়া প্রজাতির ক্রমবর্ধমাণ সংক্রমণের জেরে, আসন্ন ভারত সফর বাতিল করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখু অতিথি হয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তাঁর নয়াদিল্লি আসার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সফর বাতিল করা হল।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এই খবর জানিয়ে দিয়েছেন বরিস জনশন। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, ভারত সফর বাতিল হওয়ার জন্য মোদির কাছে দুঃখ প্রকাশও করেছেন জনশন।
উল্লেখ্য, করোনার নয়া স্ট্রেনের কারণে মঙ্গলবারই নতুন করে লকডাউন জারি হয়েছে গোটা ব্রিটেনজুড়ে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এই অবস্থায় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন দেশে থেকেই গোটা পরিস্থিতির তদারকি করার। তাই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।