টিকা নিয়ে ভারত সরকারের প্রশংসা করলেন বিল গেটস

অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। নতুন বছরের শুরুতেই এক সঙ্গে দু’টি করোনার ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কয়েকদিনের মধ্যেই বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে ভারতে।

মোদি সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন বিল গেটস। তবে শুধু গেটস নন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডার্স অ্যাডহমও টিকা প্রসঙ্গে ভারত সরকারের প্রশংসা করেছেন। মোদি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন একাধিক রাষ্ট্রনেতাও।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে মাইক্রোসফট কর্তা গেটস বলেছেন, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা এবং ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারত একাধিকবার তার দক্ষতা প্রমাণ করেছে। নিজেদের প্রয়োজন মিটিয়ে বিশ্বের বাজারে বিপুল পরিমাণ টিকা সরবরাহ করার ক্ষমতাও আছে এই দেশের। তাই এটা বলা যেতেই পারে যে, গোটা বিশ্বে করোনাজনিত মহামারী ঠেকাতে ভারতের প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।

একই কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। অ্যাডহম বলেছেন, ভারত সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারী ঠেকাতে ঐক্য ও সংহতির সঙ্গেই কাজ করছে এই দেশ। উল্লেখ্য, করোনার ভ্যাকসিন তৈরি করতে বিভিন্ন সংস্থাকে আর্থিক সাহায্য করেছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার কাজে ৩৫ কোটি ডলার অর্থ সাহায্য করেছে বিল গেটস ও তাঁর ফাউন্ডেশন। ভারতের সেরাম ইনস্টিটিউটকেও এই সংস্থা বিপুল আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও করোনা মোকাবিলায় ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেছিলেন গেটস।

২০২০-র জুন মাসে গেটস বলেছিলেন, ভারতের মত বিশাল এক জনসংখ্যার দেশ যেভাবে এই ভাইরাসের মোকাবিলা করা হয়েছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। এত বড় দেশে সংক্রমণ আটকান মুখের কথা নয়। কিন্তু ভারত সেই কাজটা যথেষ্ট দক্ষতার সঙ্গেই করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?