অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না বলে আদেশ জারি করেছে লন্ডনের একটি আদালত।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং তার আত্মহত্যার ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রে তার হস্তান্তর আটকে দিয়েছেন ব্রিটিশ বিচারক।
২০১০ এবং ২০১১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ। যার জেরে যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে।অ্যাসাঞ্জের ফাঁস করা নথিতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত ৪০ হাজার নথি ছিল। উইকিলিকস কাণ্ডের জেরে বিশ্বজুড়ে বেকায়দায় অবস্থায় পড়ে গিয়েছিল মার্কিন সরকার ও পেন্টাগন।
এ পরিস্থিতিতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে হ্যাকিংসহ ১৮টি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। দোষী সাব্যস্ত হলে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে উইকিলিকস প্রধানকে।অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য শুরু থেকেই যুক্তরাজ্যকে চাপ দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে লন্ডন আদালতের রায়ে সে চেষ্টা আটকে গেল। যদিও এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।